আরও উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ! গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু

মুর্শিদাবাদের সুতিতে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body .jpg

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এক গুলিবিদ্ধ কিশোরকে। অস্ত্রোপচারের পরও তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে, এবং তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শনিবার দুপুরে মৃত্যু হয় ওই কিশোরের।

এদিকে, সামশেরগঞ্জে একটি বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক বাবা ও ছেলের দেহ। উভয়ের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। দীর্ঘ সময় ধরে দেহ দুটি বাড়ির ভিতর পড়ে ছিল বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

dead body 3.jpg

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই বাবা-ছেলেকে কুপিয়ে খুন করা হয়ে থাকতে পারে।

অন্যদিকে, সুতির সাজুর মোড়ে গতকাল গুলিবিদ্ধ হয় দুই কিশোর। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।