শিক্ষক দিবস উপলক্ষ্যে মিড ডে মিলে পাতে পড়লো ইলিশ,চিংড়ি

শিক্ষক দিবস উপলক্ষ্যে মিড ডে মিলে পাতে পড়লো ইলিশ,চিংড়ি পশ্চিম মেদিনীপুরের সামাট প্রাথমিক বিদ্যালয়ে।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-05 at 10.59.32 AM

SAMAT

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নাড়াজোল দুই চক্রের,সামাট প্রাথমিক বিদ্যালয়ের। জানা যায় এই সামাট প্রাথমিক বিদ্যালয়ে মোট ১১০ জন ছাত্রছাত্রী। এই স্কুলেই গতকাল বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে, পাতে পড়ল সরষে ইলিশ, এছাড়াও আয়োজন করা হয়েছিল চিংড়ি পোস্তর। খাবার শেষে মিষ্টি মুখের জন্য ছিল একটি করে মুগের জিলিপি। বর্তমানে ইলিশ মাছের দাম ৭০০ টাকা কিলো, তবুও শিক্ষকদের এই ধরনের উদ্যোগে খুশি, এলাকার অভিভাবক থেকে শুরু করে সকলে। শুধু খাওয়া-দাওয়া নয় লেখাপড়ার দিক থেকেও এই সামাট স্কুল এলাকার মানুষের কাছে গর্ব। স্কুলে যেসমস্ত মিড ডে মিলের দিদিরা রান্না করেন, গতকাল তারা বাচ্চাদের পাতে ইলিশ রান্না করে দিতে পেরে বেজায় খুশি।

WhatsApp Image 2025-09-05 at 10.59.48 AM
SAMAT

যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ প্রামাণিক বলেন, ''ছাত্রছাত্রী আমাদের সন্তানের সমতুল্য,তাই আমাদের সকল শিক্ষকদের উদ্যোগে এই আয়োজন।''  এমনকি ছাত্রদের ভালো খাওয়ানোর জন্য মাঝেমধ্যে এলাকার সাধারণ মানুষও এগিয়ে আসেন বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস কিন্তু আজ সরকারি ছুটি। তাই শিক্ষক দিবসের আগের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সামাট প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল শিক্ষক দিবস। সেই উপলক্ষ্যে স্কুলের পড়ুয়াদের জন্য খাওয়ার আয়োজন করা হয়। এছাড়াও কচিকাঁচাদের উদ্যোগে শিক্ষকদের জন্য কাটা হয় কেক।