‘মুখ্যমন্ত্রী মমতার পোষা ছুঁচো…’! ফের কটাক্ষ তথাগতের

ফের তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়।

author-image
Probha Rani Das
New Update
tathagataaagh.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃফের তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিস্ফোরক মন্তব্য করেছেন তথাগত রায়। তিনি বলেছেন, “গতকাল বলেছিলাম মমতার পোষা ছুঁচোদের সম্বন্ধে, যারা গায়ের ঝাল মেটাতে অশ্লীল গালাগালি দেয়।

tathagata roy11 .jpg

সেরকম আরেকটি স্যাম্পল। বাপ-মা শখ করে নাম রেখেছিলেন ‘শুভব্রত’। আমি সাধারণত অশ্লীলতা করলে ব্লক করে দি, কিন্তু এখন কয়েকদিন করছি না। যে ইতরের দল মমতা তৈরী করেছেন তাদেরকে মানুষ চিনে নিন।”