New Update
/anm-bengali/media/media_files/IHK6WDidJfoaIowZ3aD1.webp)
নিজস্ব সংবাদদাতা: ফের একবার টুইট করে তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। টুইট করে তিনি বলেন, "প্রতিদিন আমরা বাংলার বার্তা, প্রিয়বন্ধু ভিডিও ইত্যাদি থেকে পশ্চিমবঙ্গ সাংবাদিক সাংবাদিক সম্বন্ধে চমপ্রদ সব খবর পাই। এই খবরগুলো তো পশ্চিমবঙ্গ সুখ থেকে পাওয়া উচিত! আমাকে তো খবর দেয়, পর্যালোচনা করে দেখা না। পশ্চিমবঙ্গ সুখর তো উচিত, খবর দিয়ে ও পর্যালোচনা করে তৃণমূলকে ধূলিসাৎ করা!"
প্রতিদিন আমরা বাংলার বার্তা, প্রিয়বন্ধু মিডিয়া ইত্যাদি থেকে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি সম্বন্ধে চমকপ্রদ সব খবর পাই। এই খবরগুলো তো পশ্চিমবঙ্গ বিজেপি থেকেও পাওয়া উচিত! মিডিয়া তো মূলত খবর দেয়, পর্যালোচনা তেমন করে না। পশ্চিমবঙ্গ বিজেপির তো উচিত, খবর দিয়ে ও পর্যালোচনা করে…
— Tathagata Roy (@tathagata2) February 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us