/anm-bengali/media/media_files/6Nx7XLSrDCDLlAWbvUrP.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি তাঁর নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি বলেছেন, “অত্যন্ত নোংরা ঘটনা এবং এখান থেকেই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর অপদার্থতা পরিষ্কার।পুলিশ মন্ত্রী সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারে না, স্বাস্থ্যমন্ত্রী সাধারণ মানুষদের রক্ষা করতে পারে না। এইরকম একটা অপদার্থকে রেখে লাভ কি?
এই ঘটনা যারা ঘটিয়েছে সেই অপরাধীরা জেলে না বাইরে? যদি বাইরে থাকে তাহলে অপদার্থতা কার? ও কুণাল ঘোষ দা, আমাদের সাথে আপনিও আওয়াজ তুলুন।দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ।”
অত্যন্ত নোংরা ঘটনা এবং এখান থেকেই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর অপদার্থতা পরিষ্কার।
— Tarunjyoti Tewari (@tjt4002) August 18, 2024
পুলিশ মন্ত্রী সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারে না, স্বাস্থ্যমন্ত্রী সাধারণ মানুষদের রক্ষা করতে পারে না।। এইরকম একটা অপদার্থকে রেখে লাভ কি?
এই ঘটনা যারা ঘটিয়েছে সেই অপরাধীরা জেলে না বাইরে? যদি… https://t.co/j6e6FYC7yV
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us