কালীরূপে মা তারার আরাধনা ঘিরে আলোকময় তারাপীঠ মন্দির

সারা বছরই এই মন্দিরে থাকে ভক্তদের আনাগোনা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-20 at 1.20.46 PM

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের তারাপীঠে রবিবার ভোর থেকেই ভক্তদের ভিড়। সোমবার মা তারার কালীরূপে মহাপুজোর আগে পালিত হল ভূত চতুর্দশী। এই বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্য এমনকি রাজ্যের বাইরে থেকেও অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে সিদ্ধ পীঠ তারাপীঠে। 

সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় ঝলমল করছিল তারাপীঠ মন্দির চত্বর। মায়ের মন্দির, ঘাট, আশ্রমপথ, এমনকি বাজার পর্যন্ত আলোয় সেজে উঠেছে এই উৎসবে। পুরোহিত ও তান্ত্রিকরা এই দিনটিতে করেন ভূত চতুর্দশীর হোমযজ্ঞ। সবার মঙ্গল কামনায় আগুনে আহুতি দিয়ে হয় বিশেষ পুজো ও আরাধনা।

রাতভর চলে এই হোমযজ্ঞ ও তান্ত্রিক সাধনা। এরপর রাত পেরোলেই সোমবার সকালে অনুষ্ঠিত হবে মা তারার কালীরূপে মহাপুজো। প্রতি বছরের মতো এবারও মা তারার এই বিশেষ রূপের দর্শন ও পুজোর জন্য ভক্তদের মধ্যে বিরাট উৎসাহ। আলোকময় মন্দির, ধূপধুনো আর শঙ্খধ্বনিতে ভরে উঠেছে তারাপীঠ— যেন দেবীর পুজোর আগে তার আগমনী উৎসব।

temple_tarapith