কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বড় সিদ্ধান্ত হোটেল কতৃপক্ষের

কি সিদ্ধান্ত নেওয়া হল?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-17 2.35.59 PM

নিজস্ব প্রতিনিধি: আর দিন কয়েক পরেই তারাপীঠের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এক কথায় তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব এটি। এমনিতে প্রত্যেকদিন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক তারাপীঠ মা তারার মন্দির দর্শনের জন্য ছুটে আসেন। তবে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার এক অন্য প্রাধান্য এবং গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস এই অমাবস্যার দিন মা তারার কাছে কোনও মনস্কামনা করলে এবং মা তারার কাছে মন ভরে প্রার্থনা করলে অসাধ্য সাধন হয়। আর সেই কারণেই প্রত্যেক বছর এই তারাপীঠ চত্বরে প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগম ঘটে।

তবে বিগত বেশ কয়েক বছর ধরে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে পর্যটকদের সংখ্যা অনেকটাই কমেছে। তবে হঠাৎ কেন এমন অবস্থা হল? এই বিষয়ে পর্যটক থেকে শুরু করে প্রশাসনের দাবি প্রশাসনের তরফ থেকে একাধিকবার মানা করার পরেও বেশ কিছু হোটেল অতিরিক্ত ভাড়া নির্ধারিত করছে পর্যটকদের জন্য। অন্যদিকে তিনদিনের জন্য প্যাকেজেরও সিস্টেম করে দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। আর তার ফলে মধ্যবিত্তদের পক্ষে আমাবস্যার দিন পুজো দিতে এসে তিন দিনের প্যাকেজে তারাপীঠে থেকে এত টাকা খরচা করার মত সামর্থ্য হয়ে উঠছে না।

আর সেই কারণেই এই বছর হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনভাবেই তিন দিনের প্যাকেজ রাখা যাবে না। কোনও পর্যটক যদি এসে একদিন থেকে মা তারা পুজো দিয়ে ফিরে যেতে চান তাহলে সেই সমস্ত পর্যটকদের একদিনের জন্যও হোটেল ভাড়া দিতে হবে সমস্ত হোটেল মালিককে।

তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান " প্রত্যেক বছর পর্যটকদের কাছ থেকে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যে হোটেল ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে। আর সেই কারণেই এই বছর তিন দিনের প্যাকেজ বন্ধ রাখা হয়েছে।"অন্যদিকে কৌশিকী আমাবস্যার দিন তারাপীঠে আগত পর্যটকদের হোটেল সংক্রান্ত যদি কোন সমস্যা হয় সেজন্য খোলা থাকবে হেল্প ডেস্ক বলে জানা গেছে। যদি কোনও হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়ার দাবি করেন তাহলে সেই হেল্প ডেস্ক-এ এসে জানালে হোটেল অ্যাসোসিয়েশন সঙ্গে সঙ্গে সেই হোটেলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।