/anm-bengali/media/media_files/Qqti0MhGMrZ71v8dPIlY.jpg)
নিজস্ব প্রতিনিধি, তমলুকঃ তমলুক হ্যামিল্টন হাই স্কুল-এর ছাত্র চন্দ্রবিন্দু মাইতি উচ্চ মাধ্যমিকে (HS Exam result) ৪৯৪ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। তমলুক শহরের ১৭ নম্বর ওয়ার্ডে বাড়ি চন্দ্রবিন্দু মাইতির। তাঁর বাড়িতে রয়েছে বাবা, মা আর এক ভাই। চন্দ্রবিন্দুর বাবার একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে। ফলে আর্থিক অবস্থা তাঁদের প্রথম থেকেই ভালো ছিল না বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে চন্দ্রবিন্দু মাইতি। যদিও চন্দ্রবিন্দু আরও জানিয়েছে যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। পারিবারিক দুরবস্থাই এরকম রেজাল্ট করতে উদ্বুদ্ধ করেছিল বলে জানিয়েছে চন্দ্রবিন্দু।