/anm-bengali/media/media_files/2025/11/28/whatsapp-image-2025-11-28-at-182811-2025-11-28-20-38-26.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে মৃত শিশুটির বয়স ২ মাস। নিউমোনিয়া নিয়ে বৃহস্পতিবার সকালে ভর্তি হয় নার্সিং হোমে। সন্ধ্যায় হঠাৎ শিশুটির মৃত্যু ঘটে।
পরিবারের অভিযোগ নূন্যতম চিকিৎসা দেওয়া হয়নি তাদের শিশুটিকে। আইসিইউতে না রেখে রাখা হয়েছিল জেনারেল বেডে। হঠাৎ শিশুটি ঘামতে শুরু করলে ডেকে ডেকে কোনো নার্সিং স্টাফকেও পাওয়া যায়নি। যখন নার্সিং স্টাফ আসে ততক্ষণে শিশুটির মৃত্যু ঘটেছে।
/anm-bengali/media/post_attachments/1c0ff793-1e5.png)
মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিং হোমের মধ্যে। ঘটনাস্থলে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ। হাসপাতালের রিপোর্ট নিয়েও ফের গণ্ডগোল শুরু হয়। শেষমেষ প্রায় ২ ঘণ্টা শেষে পুলিশি মধ্যস্থতায় গণ্ডগোল আয়ত্তে আসে। যদিও ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃত শিশুর পরিবারের তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us