New Update
/anm-bengali/media/media_files/cl0bALsyh3PZQ6zUqql2.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : অশান্তির আবহে নিরাপত্তা বাড়ানো হল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। আর এ নিয়েই সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''ঝাড় যেমন বাঁশ তেমন।মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো যদি জেড প্লাস হয় তাহলে শওকত তো জেড প্লাস পাবেনই।একটা ঝাড়ে আলাদা বাঁশ হয় না। কাটা ঝাড়ে কাটা বাঁশ হয়।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us