২৬ তারিখ জেলিয়াখালি যাবেন শুভেন্দু অধিকারী

অবশেষে সন্দেশখালিতে পা রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সকাল ১২ টা বেজে ২৬ মিনিটে সন্দেশখালিতে যান তিনি। সেখানে গিয়ে গ্রামবাসীদের সকল অভিযোগ শোনেন তিনি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
Breaking News

BREAKING NEWS: পরপর তিনবার ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ সন্দেশকালের মাটিতে পা রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১২টা বেজে ২৬ মিনিটে তিনি সন্দেশখালি পৌঁছান। সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। গ্রামবাসীরা তাদের সকল অভিযোগ উগরে দেয় বিরোধী দলনেতার কাছে। বিরোধী দলনেতা বলেন, "ওদের আসতে দেখলে উলু দেবেন। শঙ্খ বাজাবেন।" এছাড়া তিনি জানান ২৬ তারিখে তিনি জেলিয়াখালিতে যাবেন।

add 4.jpeg

cityaddnew

স

স