/anm-bengali/media/media_files/4vAtLz75Gm1qImLW2SLe.png)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা : রাজ্য নির্বাচন কমিশনের অফিসে হঠাৎই এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে রয়েছেন বঙ্গ বিজেপির তিন বিধায়কও - মনোজ টিগ্গা, সুশীল বর্মণ ও সত্যেন রায়। এনাদের কে নিয়ে শুক্রবার বিকেলে সোজা কমিশনের অফিসে পৌঁছে যান তিনি । কিন্তু কেন হঠাৎ কমিশনের অফিসে এলেন শুভেন্দু? মনে করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে যে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় বনসলকে, সেই বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে চান শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এবং তারপরও যে অশান্তির চিত্র ফুটে উঠছে সারার পশ্চিমবঙ্গ জুড়ে, সেই সব বিষয়গুলি নিয়েও রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে পারেন তিনি । বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনের সচিব পদে দায়িত্বে রয়েছেন নীলাঞ্জন সান্ডিল্য। সম্প্রতি পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশনারকে সাহায্য করতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আধিকারিক সঞ্জয় বনসলকে। তিনি বর্তমানে অনগ্রসর শ্রেণি ও সমাজ কল্যাণ দফতরের সচিব পদে রয়েছেন। সঞ্জয় বনসলকে দায়িত্ব দেওয়া অবৈধ বলেই দাবি করছেন অনেকে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সেই বিষয়টি নিয়েই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে কথা বলতে এসেছেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময় থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলার মাটি । কোথাও রক্তারক্তি , কোথাও বোমা বিস্ফোরণ, অনেক মানুষ নিহত হয়েছেন । পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে হিংসার কথা স্বীকার করেছে রাজ্য নির্বাচন কমিশনও। আর এসবের মধ্যেই আজ বিকেলে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু অধিকারীর যাওয়া স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । প্রায় আধ ঘণ্টা মতো কমিশনের অফিসে বৈঠক হওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা ও বিধায়কদের । কী কী বিষয়ে তাঁদের আলোচনা হয়, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
বিস্তারিত আসছে
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us