/anm-bengali/media/media_files/04nxtftF1UH9jj3I62jB.jpg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আজ শিক্ষক দিবস। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের জনমঙ্গল সংহতি হলে অনুষ্ঠিত হল ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম জয়ন্তী যা আমাদের কাছে শিক্ষক দিবস নামে পরিচিত। এই শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আমাদের ঐতিহ্য প্রাচীন স্কুল কাঁথি হাইস্কুল ১৬০ বছরের পুরনো এবং সেই স্কুলের প্রধান শিক্ষক অরূপ কুমার দাস একজন কৃতি শিক্ষক। তিনি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে তার শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন। এর আগে আলিপুরদুয়ারের প্রধান শিক্ষক এবং নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন তাদের পুরস্কার ফিরিয়েছেন। ছাত্র ছাত্রীদের শিক্ষায় শিক্ষকেরা গর্বিত হয়। আজ যে মেয়েটিকে মারা হয়েছে তারও শিক্ষকরা তার পরিচয়ে গর্বিত ছিল। একটা সুশোভিত পল্লবীত বটবৃক্ষ এই রাজ্য সরকার নষ্ট করল। সকলে বিনীত গোয়েলের মতো মেরুদন্ডহীন নয়। মেদিনীপুর সব সময় মেরুদন্ড সোজা করে চলে। সুতরাং মেদিনীপুর এবং কাঁথির যে মানুষ তারা সব সময় আত্মসম্মান বজায় রেখে চলে এবং তা যুগে যুগে দশকের পর দশকে হয়ে আসছে এবং হবেও'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us