New Update
/anm-bengali/media/media_files/KUKMGL2ZNfYSrtJrrm23.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার খেজুরি থানায় (Khejuri Police Station) সটান হাজির হলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্কেবারে থানায় ঢুকে পুলিশকে উদ্দেশ্যে করে হুঁশিয়ারি দিয়ে এলেন শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ, 'তৃণমূলের মদতে বিজেপির নেতা, কর্মীদের হেনস্থা করা হচ্ছে, মিথ্যে মামলায় ফাসাচ্ছে। পুলিশ যা করেছে তার ফল ভুগতে হবে।' এদিন মিছিল করে এদিন খেজুরি থানায় যান শুভেন্দু। ওসি না থাকায় অন্যান্য পুলিশ কর্তাদের চরম ধমক দেন শুভেন্দু বলে খবর। এহেন ঘটনাকে ঘিরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us