New Update
/anm-bengali/media/media_files/PrSrjyJKgHKpqvnLVe9i.jpg)
নিজস্ব সংবাদদাতা: শেখ শাহজাহানের গ্রেফতারির পরেই তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, "যতোই করো আস্ফালন, শেষ হাসি হাসবে জনগণ। এক এক করে তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির ছোট থেকে বড় সব চোর ডাকাত লুঠেরা তোলাবাজ মস্তান সন্ত্রাসবাদী পাচারকারী শ্রীঘরে যাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us