New Update
/anm-bengali/media/media_files/AVf0QVD4ALL97e5lI4cP.jpg)
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ নিয়ে এসেছেন। তিনি বলেন, 'টাইগারহিল, গাজলডোবা, রাজা ভাতখাওয়ায় বিভিন্ন প্রকল্পের টাকায় মুখ্যমন্ত্রী প্রাসাদ বানিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছিলেন বিয়ে বাড়ির জন্য। কবি ভানুভক্তের জায়গাকে অপবিত্র করেছেন। সারদা কাণ্ডে কালিম্পংয়ের ডেলো কাণ্ডের কথা সবার মনে রয়েছে। সেখানে তো এপাং ওপাং ঝপাং হয়ে গেছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us