/anm-bengali/media/media_files/obtABwcvSguPw5Yh5lGc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার তৃণমূলকে (TMC) নিশানা করলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোটকে ঘিরে একদিকে যখন বঙ্গ রাজনৈতিক জগতে পারদ চড়ছে, ঠিক তখন রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, ‘আঞ্চলিকতোলামুলপার্টিগোয়া, ত্রিপুরাওমেঘালয়ে বিজেপিকে নাস্তানুবুদ করারচেষ্টাকরেছিল। এরফলে তৃণমূলজাতীয়পার্টির তকমা হারায়। আমি আজ বঙ্গ বিজেপিকে প্রতিশ্রুতি দিচ্ছিতাদেরবিরুদ্ধেগণতান্ত্রিকভাবে কঠোরলড়াইকরবএবংশীঘ্রইএমনএকটিদিনআসবেযখনআঞ্চলিকতোলামুলপার্টিথেকেপ্রতিদ্বন্দ্বিতাকরতেইচ্ছুকপ্রার্থীদেরনৌকা, সাইকেলরিকশা, নারকেলগাছ, কলাগাছেরমতো 'মুক্তপ্রতীক' থেকেবেছেনিতেহবে।ওইদিনপর্যন্তআমিবিশ্রামনেবনা।‘
The Regional Tolamool Party tried to take on @BJP4India in Goa, Tripura & Meghalaya. The outcome is that they got derecognised as a National Party.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 15, 2023
In this Panchayat Elections the Regional Tolamool Party got their electoral symbol reserved as a State Party.
I promise you this,… pic.twitter.com/4pFckTlEdm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us