বিশ্রাম নেব না! TMC-কে চ্যালেঞ্জ করে বিজেপিকে প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ জুন। এদিকে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি।

author-image
SWETA MITRA
New Update
suvendu adhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার তৃণমূলকে (TMC) নিশানা করলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোটকে ঘিরে একদিকে যখন বঙ্গ রাজনৈতিক জগতে পারদ চড়ছে, ঠিক তখন রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, ‘আঞ্চলিকতোলামুলপার্টিগোয়া, ত্রিপুরামেঘালয়ে বিজেপিকে নাস্তানুবুদ করারচেষ্টাকরেছিল। এরফলে তৃণমূলজাতীয়পার্টির তকমা হারায়। আমি আজ বঙ্গ বিজেপিকে প্রতিশ্রুতি দিচ্ছিতাদেরবিরুদ্ধেগণতান্ত্রিকভাবে কঠোরলড়াইকরবএবংশীঘ্রইএমনএকটিদিনআসবেযখনআঞ্চলিকতোলামুলপার্টিথেকেপ্রতিদ্বন্দ্বিতাকরতেইচ্ছুকপ্রার্থীদেরনৌকা, সাইকেলরিকশা, নারকেলগাছ, কলাগাছেরমতো 'মুক্তপ্রতীক' থেকেবেছেনিতেহবে।ওইদিনপর্যন্তআমিবিশ্রামনেবনা।‘