নির্বাচনের আগেই মন্ত্রীকে ঘেরাও

স্থানীয় নেতৃত্বের কাছে রেশনের মান নিয়ে অভিযোগ জানালেও তাঁরা কেউ এই বিষয়ে কোনও উদ্যোগ নেন না। এইসব  অভিযোগ শুনে মন্ত্রী   জানান, চা বাগান এলাকায় রেশনের সমস্যার কথা তাঁর জানা নেই।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-01 at 16.31.28 (1).jpeg


নিজস্ব সংবাদদাতা: সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ধূপগুড়ি উপনির্বাচন । হাতে সময় নেই বলা চলে শাসক দল হোক কিংবা বিরোধী দল দুই পক্ষই উপনির্বাচন কে সামনে রেখে জোর কদমে উপনির্বাচনের প্রচার করছে। এবার উপনির্বাচনের প্রার্থীর হয়ে চা বাগানে  প্রচারে যান রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোত্‍স্না মাণ্ডি । গিয়ে কার্যত ঘেরাও হলেন তিনি । শুক্রবার চা বাগানের শ্রমিকরা মন্ত্রীকে কাছে পেয়ে  রেশন নিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনান।তারা অভিযোগ করেন রেশনে আসা খাদ্য সামগ্রী নিম্নমানের, খাওয়ার উপযুক্ত নয়, তাদের এও অভিযোগ 
স্থানীয় নেতৃত্বের কাছে রেশনের মান নিয়ে অভিযোগ জানালেও তাঁরা কেউ এই বিষয়ে কোনও উদ্যোগ নেন না। এইসব  অভিযোগ শুনে মন্ত্রী   জানান, চা বাগান এলাকায় রেশনের সমস্যার কথা তাঁর জানা নেই। তিনি বিষয়টি লিখে নেন। জানান, 'আমি বিষয়টি খতিয়ে দেখব।'