গরমে জল নেই, হাঁসফাঁস করছে মানুষ! TMC কাউন্সিলরকে পেয়ে যা করল...

তীব্র গরমে পানীয় জলের সংকট ঘাটালে। তৃণমূল কাউন্সিলরকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে ওয়ার্ডের বাসিন্দারা। জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
kol

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কুমোর পাড়া এলাকায়। জানা যায় কুমোর পাড়া এলাকায় বাড়ি বাড়ি কানেকশান দেওয়া PHE কলে প্রায় ২০ দিন ধরে আসছে না পানীয় জল। এই তীব্র গরমে পানীয় জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে কুমোর পাড়ার বাসিন্দারা। কাউন্সিলরকে কাছে পেয়ে এই জল সমস্যার বিষয়ে ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা। তাদের অভিযোগ প্রতিদিন তিনবার করে কলে আসত জল কিন্তু প্রায় ২০ দিন ধরে কলে আসছে না জল, শুধুমাত্র দুপুরে জল আসলেও তাও একদম সামান্য। কিছুটা দূরে গ্রাম পঞ্চায়েতের সাবমারসিবল থেকে তাদের আনতে হচ্ছে পানীয় জল। কাপড় কাঁচা, বাসন ধোয়াসহ বিভিন্ন কাজ করতে হচ্ছে নদীর জলে। প্রায় ১০ দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে রাস্তার ধারে থাকা টিউবয়েল কলটিও। যদিও এই জল সমস্যার বিষয়ে একাধিকবার স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানিয়েও আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। এমনকি কয়েকদিন আগে এই জল সমস্যার বিষয় নিয়ে মিটিং হয়েছে স্থানীয় কাউন্সিলরের সাথে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাদের।

vill

এলাকার পানীয় জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজন কুলভী। তিনি বলেন, 'এই বিষয়ে আমাদের নজর আছে। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দেওয়া হবে। বাড়ি বাড়ি স্বচ্ছ জল পৌঁছে যাবে'। এখন দেখার এই জল সমস্যার কত দ্রুত সমাধান হয়।

kulbhi

Add 1