New Update
/anm-bengali/media/media_files/R9ySuAGkx6jL9KNfeNfK.jpg)
নিজস্ব সংবাদদাতা : মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ ফের একবার উত্তরবঙ্গের হাসপাতালে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আজ হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানান, সাংসদ খগেন মুর্মু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে দ্রুত এবং সঠিক চিকিৎসার জন্য তাঁকে দিল্লি এইমস-এ (AIIMS, New Delhi) যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ সুকান্ত মজুমদার বলেন, "আজ আমি খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছি। আমার দেখে খুবই ভালো লাগলো যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/xfuwRQeo4nphb3vjLMcJ.jpg)
এরপর খগেন মুর্মুর আঘাতের গুরুতর দিকটি তুলে ধরে তিনি বলেন, "যে অংশে আঘাত লেগেছিল, সেই জায়গাটি খুবই সংবেদনশীল। চিবানোর বা কথা বলার কারণে এটি প্রতিবার নড়ে যায়। ফলস্বরূপ, ওনার সুস্থ হতে কিছুটা সময় লাগছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us