শান্তিপূর্ণভাবে করা অসম্ভব! পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক সুকান্ত

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) দামামা বেজে গেল। রাজ্যে কবে হবে এই ভোট তা সাংবাদিক বৈঠক করে আজ বৃহস্পতিবার জানালেন রাজ্য নির্বাচন কমিশনের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)।

author-image
SWETA MITRA
New Update
COVER SUKANTA.jpg

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত ভোট প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, ‘আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমরা চাই এই পঞ্চায়েত নির্বাচন যেন নিরপেক্ষ, শান্তিপূর্ণ হোক। সেটা তখনই সম্ভব যখন রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবে। রাজ্য পুলিশের দ্বারা কোনও নির্বাচন শান্তিপূর্ণভাবে করা অসম্ভব। আর এরপরেও যদি রাজ্য পুলিশকে দিয়ে রাজ্য নির্বাচন কমিশন ভোট করায় এবং কোনওরকম হিংসার ঘটনা ঘটে তাহলে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।‘ তাহলে কি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এই ভোট করানোর দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবে বিজেপি? সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘এই নিয়ে আমরা আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো।‘