২২ বছরেই সোনা, বড় বার্তা সুকান্ত মজুমদারের

চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় খেলোয়াড়রা বাজিমাত করেই চলেছে। সোনা, রুপো, ব্রোঞ্জ নিজেদের ঝুলিতে নিচ্ছেন খেলোয়াড়রা।

author-image
SWETA MITRA
New Update
sukantaa cbse.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এশিয়ান গেমসে (Asian Games2023) ভারতের ঝুলিতে এল পঞ্চম সোনা। আর এই নিয়েই এবার বড় বার্তা দিলেন বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আজ বুধবার এক টুইট বার্তায় সুকান্ত মজুমদার লেখেন, ’১৯ তমএশিয়ানগেমসেপঞ্চমস্বর্ণপদকজিতলভারত।মহিলাদের৫০মিটাররাইফেলথ্রিপজিশনইভেন্টেস্বর্ণপদকজিতেছেন২২বছরবয়সীসিফটকৌরসামরা (Sift Kaur Samra)।‘