/anm-bengali/media/media_files/4yFupb5wBWN7vJ1rWeFN.jpg)
নিজস্ব সংবাদদাতা : স্কুলের ভিতর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলে। মৃত ছাত্রের নাম অভিনন্দন সামন্ত (১৮)। বাড়ি বিষ্ণুপুর অঞ্চল এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার ভোরে অভিনন্দনকে হোস্টেলের ভিতর দেখতে পাওয়া যায়নি। এরপর বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় ছাত্ররা। অনেক খোঁজাখুঁজির পর স্কুলের রুম থেকে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে এসেছে স্কুল চত্বরজুড়ে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠানো হবে। ঘটনার খবর এলাকায় চাউর হলেও শোকস্তব্ধ পরিবার ও সহপাঠীরা এখনও বিশ্বাস করতে পারছে না এমন মর্মান্তিক ঘটনার কথা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us