আবাস যোজনার টাকা চুরি করতে পারবে না বলে ভাঙচুর! কেন বললেন শুভেন্দু

গ্রাম পঞ্চায়েত অফিস ভাঙায় তীব্র প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারি। তিনি বলেন, মঙ্গলবার যাঁরা গ্রাম পঞ্চায়েত অফিস ভাঙচুর করেছে, তারা হেরে গিয়ে করেছে। আবাস যোজনার টাকা চুরি করতে পারবে না বলে করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
111SUVENDHU ADHIKARI.jpg

নিজস্ব সংবাদদাতা:   গ্রাম পঞ্চায়েত ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, মঙ্গলবার যাঁরা গ্রাম পঞ্চায়েত অফিস ভাঙচুর করেছে, তারা হেরে গিয়ে চুরি করতে না পেরেই এই  ভাঙচুর করেছে। তমলুকের সোনামুই গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে সেই এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,  ‘আবাস যোজনার টাকা যারা চুরি করতো, তারা ভেঙেছে,  এটা কাট মানি খাওয়ার অফিস বানিয়ে রেখেছিল।এখানে একজন ডাকাত আছে তিন মাস জেল খেটেছিল। পঞ্চায়েত ভোটের সময় সোমনাথ বেরা চাকরি দেওয়ার নাম করে কুড়ি কোটি টাকা তুলেছে,  পাইপ চুরি থেকে সব ধরনের চুরিতে তার নাম যুক্ত আছে। এরা একদম মমতা  যোগ্য শরিক। সোমনাথ এবং জাকির এটা করেছে। আমি পরিদর্শন করলাম এবং পুলিশকে বললাম যাতে যথাযথ ব্যবস্থা নেয়, আর যদি না নেয় থানাতে বিক্ষোভ হবে সব জায়গায় বিক্ষোভ হবে। এবং প্রধান উপপ্রধান কে বলেছি গোটা অঞ্চল অফিস গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করতে।’