নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ২০২২ সালের WBCS পরীক্ষায় সফল হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুরের তিন দুঃস্থ মেধাবী পড়ুয়া। ঘাটালের শোলাগেরিয়া গ্রামের শেখ মঞ্জুর আহমেদ WBCS পরীক্ষায় এ গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছে। ঘাটাল পৌর এলাকার বাসিন্দা অনিমেষ পান্ডা WBCS পরীক্ষায় এ গ্রুপে ২৪ তম স্থান অর্জন করেছে। পাশাপাশি সফল হয়েছে দাসপুরের কুঞ্জপুর গ্রামের অনুপ সামন্ত। আজ তাদের সংবর্ধনা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। মহকুমা শাসক ছাড়াও ওই পড়ুয়াদের সংবর্ধনা দিল ঘাটাল পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন সংস্থা।