আশা কর্মী, স্বাস্থ্য কর্মীদের নিয়ে কবিতা লিখলেন মহকুমাশাসক

কি বার্তা তার?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-07 at 4.30.02 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে কবিতা লিখলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। তিনি লেখেন: 

আমার দুর্গা নৌকা বেয়ে ওষুধ বিলি করে,
জল ডিঙিয়ে খবরাখবর সবার ঘরে ঘরে।
আমার দুর্গা কর্দমাক্ত কোমর ভেজা জলে,
দুর্গারা তো এভাবেই সেবা করে চলে।

এখন বড় কঠিন সময়, জীবন বাজির লড়াই,
এই দুর্গারা অন্ধকারেও জীবনসুধা ছড়ায়।
মন্ডপে তো মাটির পুতুল, আসল দুর্গা এঁরা,
এঁদের চরণে প্রণাম করি, এই দুর্গারা সেরা।

বার্তা দেন, "বন্যা প্লাবিত ঘাটাল মহকুমার প্রত্যন্ত অঞ্চলে “দুয়ারে স্বাস্থ্য পরিষেবা” কর্মসূচীতে প্রতিকূল পরিবেশে কর্মরত আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে এই কয়েকটি লাইন লিখলাম"।

diguad

1700816341_new-project-2023-11-24t142833-293