ডাম্পারের ধাক্কায় জখম ছাত্রী

পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-23 10.35.45 AM

দুর্গাপুর: ভারি, ভারি  ট্রাক ডাম্পার এর অবাধ যাতায়াত। সেই ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত ছাত্রী। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার এসএন ব্যানার্জি রোডে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর যখন ছাত্রীর নাম জয়শ্রী বাউরী। অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয়দের অভিযোগ, শনিবার সকালে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল সে। তখনই একটি মাল বোঝায় ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জয়শ্রীকে। স্থানীয়রা জয়শ্রীকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সঞ্জয় গড়াই নামের এক বিক্ষোভকারী বলেন, "এই ভারি ভারি গাড়িগুলি প্রতিদিন এই রাস্তা দিয়ে হেতেডোবা শিল্পতালুকে যায়। আজ জয়শ্রীকে দুর্ঘটনার কবলে পড়তে হলো। অন্যদিন তো আমাদের ঘরের মেয়ে বা যে কাউকে পড়তে হতে পারে দুর্ঘটনার কবলে। আমরা চাই দিনের আলোয় এই ভারি ট্রাক যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত না করে। যতক্ষণ না পর্যন্ত আমাদের আশ্বস্ত দেওয়া হচ্ছে এবং ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।" পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর থানার এবং দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ।