New Update
/anm-bengali/media/media_files/2025/08/21/whatsapp-image-2025-08-21-2025-08-21-17-57-01.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচীতে মঙ্গলবার ডেবরার ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের হরিনাডাঙ্গী শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন খড়গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও। সঙ্গে ছিলেন ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ী। সেই ক্যাম্প চলাকালীন স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মহকুমাশাসক। তিনি পড়ুয়াদের কাছে জানতে চান তাদের কী সমস্যা রয়েছে। সেই সময় পড়ুয়ারা আঙুল দিয়ে স্কুলের ছাউনি দেখায়। বর্তমানে বর্ষা চলছে, তাই বৃষ্টি হলেই স্কুলের চালের ফুঁটো দিয়ে জল পড়ে। সেই সমস্যার কথা জানায় পড়ুয়ারা। আর তারপরেই মহকুমাশাসক বিডিও ও অনান্য আধিকারিকদের নির্দেশ দেন এক দিনের মধ্যে যেন বাচ্চাদের স্কুলের সমস্যার সমাধান হয়। এতে খুশি পড়ুয়ারা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/21/screenshot-2025-08-21-175614-2025-08-21-17-56-31.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us