New Update
/anm-bengali/media/media_files/9u2KawJKVKh7UPY3erqw.jpg)
collected
নিজস্ব সংবাদদাতাঃ ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোঁড়া হল পাথর। মালদার মহানন্দা ব্রিজ পেরোতেই ট্রেনের কাচ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। সোমবারের এই ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সূত্রে খবর, ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার দিকে ফিরছিল, সেই সময় এই ঘটনা ঘটে। বীরভূমের বোলপুর স্টেশনে ট্রেন দাঁড়াতেই পৌঁছায় রেল পুলিশ। ট্রেনের কামরার ভিতরে প্রবেশ করে সবকিছু খতিয়ে দেখে পুলিশ। যাত্রীদের সঙ্গেও কথা বলে পুলিশ। ট্রেনের কাচ ক্ষতিগ্রস্ত হলেও কোনও যাত্রীর আঘাত লাগেনি বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us