ঝাড়গ্রামে চলছে রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা

রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা চলছে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-30 1.26.13 PM

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাজ্য জুড়ে একযোগে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা। সেই অনুযায়ী ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের পরীক্ষাকেন্দ্রগুলিতে সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে পরীক্ষার্থীদের। শুধুমাত্র ঝাড়গ্রাম থানার অধীনে রয়েছে মোট ২০ টি পরীক্ষাকেন্দ্র, যেখানে সকাল থেকে টানটান নিরাপত্তার মধ্যেই পরীক্ষার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর ঝাড়গ্রাম জেলায় প্রায় ২০,০০০ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের প্রবেশের আগে সতর্কতার সঙ্গে প্রোপার চেকিং করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে।


ঝাড়গ্রাম রাজ কলেজ এবং বিনপুর হাইস্কুল সহ একাধিক কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, পরীক্ষার্থীরা সময়ের আগেই লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করাচ্ছেন। গোটা এলাকা জুড়ে রয়েছে কড়া নজরদারি। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো।