New Update
/anm-bengali/media/media_files/gU4SfWz4DMIyKtf6Jm5c.jpeg)
নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ আজ বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা এলাকায় বন্যা কবলিত কয়েকশো মানুষদের হাতে শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং পিংলার বিধায়ক অজিত মাইতি।
/anm-bengali/media/post_attachments/f7add619-c04.png)
এছাড়া এদিন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মায়া আদক, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না সহ তৃণমূলের মহিলা নেতৃত্বরা।
/anm-bengali/media/post_attachments/7a87c4d5-c97.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us