SSC নিয়োগ বিজ্ঞপ্তি, ফের ৮ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ! হয়ে গেল ঘোষণা

রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য জানা গিয়েছে সুখবর। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিশন SSC MTS ২০২৪ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

author-image
Probha Rani Das
New Update
cmmamataer.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য জানা গিয়েছে সুখবর। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিশন SSC MTS ২০২৪ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।রাজ্যে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার ক্যালেন্ডার অনুযায়ী, মাল্টি টাস্কিং অর্থাৎ নন-টেকনিক্যাল স্টাফ এবং হাভালদার পরীক্ষার জন্য মে বিজ্ঞপ্তিপ্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।

জানা গিয়েছে, ২৭ জুন থেকে SSC MTS ২০২৪ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া ৩১ জুলাই পর্যন্ত চলবে। চাকরিপ্রার্থীরা ssc.gov.in ওয়েবসাইটেগিয়ে এই সম্বন্ধ বিজ্ঞপ্তি, শূন্যপদের তালিকা, যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন এবং অন্যান্য বিবরণ জানতে সক্ষম হবে। 

student.jpg

প্রসঙ্গত, এই পরীক্ষায় আবেদন করতে আবেদনকারীকে ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পেতে পারেএক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীদের দশম শ্রেণী বা ম্যাট্রিকুলেশন পরীক্ষা বা এর সম মানের পরীক্ষায় পাস করতে হবে। SSC MTS এবং হাভালদারের জন্য মোট ৮৩২৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।

জানা গিয়েছে, চলতি বছরেরঅক্টোবর কিংবা নভেম্বর মাসে টায়ার পরীক্ষা হতে পারে। পরীক্ষার বিজ্ঞপ্তি ssc.gov.in-এ প্রকাশিত হয়েছে।সিবিএন (রাজস্ব বিভাগ) এ এমটিএস এবং হাভালদারের জন্য বয়সসীমা হল ১৮-২৫ বছর। এছাড়াও সিআইবিসিতে হাভালদারের জন্য (রাজস্ব বিভাগ এবং এমটিএসের বয়সসীমা হল ১৮-২৭ বছর। 

student exam.jpg

রাজ্যে স্টাফ সিলেকশন কমিশনের SSC MTS-এর জন্য আবেদন ফি হল ১০০ টাকা। এছাড়া মহিলা প্রার্থী এবং SC, ST, PWBD-এর জন্য যোগ্য চাকরি প্রার্থীদের ফি দিতে হবে না। তবে জানা গিয়েছে, SSC MTS এবং হাভালদার নিয়োগ পরীক্ষার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি।

SSC MTS এবং হাভালদার নিয়োগ পরীক্ষার জন্য কীভাবে আবেদন করবেন তা জেনে রাখুন।

সর্বপ্রথম স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যেটি হল www.ssc.gov.in। এরপর হোমপেজে দেওয়া আবেদনঅপশনে ক্লিক করেSSC মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষা 2024’-এর লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার জন্য নিবন্ধন করতে হবে।

পরীক্ষার জন্য নিবন্ধন করা হলে প্রার্থীর নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বিভাগ, পরীক্ষার কেন্দ্র ইত্যাদি সহ আবেদনপত্র এবং নথি যুক্ত করতে হবে। এরপর আবেদন ফি প্রদান করে প্রিন্টআউট বের করে নিতে হবে।