/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে যা নিয়ে শোরগোল রাজ্যে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাজুড়ে আগুন নিয়ে সচেতন করার নির্দেশ দেন নবান্ন থেকে। সেই মতো বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের কার্যালয়ে আগুন সংক্রান্ত একটি বিশেষ বৈঠক হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানে জেলাশাসক খুরসেদ আলি কাদেরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার তিনটি মহকুমার মহকুমাশাসক, পৌরসভার চেয়ারম্যান, দমকল বিভাগের আধিকারিক, সিএমওএইচ সহ অনান্যরা। জেলার বড় বড় ফ্ল্যাট, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতালগুলিতে খতিয়ে দেখা হবে ফায়ার লাইসেন্স আছে কিনা। যদি না থাকে তবে কীভাবে করতে হবে তা জানানো হবে। তারপর অনুমতি নিতে হবে ওই প্রতিষ্ঠানকে। তারপরেও যদি কর্তৃপক্ষ গুরুত্ব না দেয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলাশাসক খুরশেদ আলি কাদেরী।
/anm-bengali/media/media_files/2025/06/05/UUKxU5jAVUF6dg9b790m.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us