মেদিনীপুরে অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় থিমে নারী সৃষ্টির ছোঁয়া! উদ্বোধনে উপস্থিত পুলিশ সুপার ও বিধায়ক

মেদিনীপুরের পঞ্চুর চকের অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এবছরের থিম “কিশোরী মেলার পুতুল খেলা”। সমাজে নারীর শৈশব ও সৃষ্টিশীলতার বার্তা তুলে ধরতে তৈরি এই থিম। উদ্বোধন করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার ও বিধায়ক অজিত মাইতি।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-28 at 2.10.17 PM

নিজস্ব সংবাজদাতা: পঞ্চুর চকের অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এবছর নজর কেড়েছে নারী সৃষ্টির অনন্য বার্তা। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ও পিংলার বিধায়ক অজিত মাইতি সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন করেন। মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বালন করে শুরু হয় অগ্নিকন্যা ক্লাবের এবছরের পুজো উদযাপন।

এবছর ক্লাবটি তাদের ১৫ তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে থিমে রাখা হয়েছে নতুনত্ব— “কিশোরী মেলার পুতুল খেলা”। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, সমাজে নারীর শৈশব, সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক জাগরণকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে এবারের থিম। এই থিমের মাধ্যমে সমাজে নারী সত্তার বিকাশ ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

police syptet

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, কোতোয়ালি থানার আইসি অমিত সিনহা মহাপাত্র, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, অগ্নিকন্যা ক্লাবের সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানস্থল ভরে উঠেছিল আলো, সঙ্গীত ও ভক্তিময় আবহে।

পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “এমন সাংস্কৃতিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। তরুণ প্রজন্মের অংশগ্রহণই এই পুজোর আসল শক্তি।” বিধায়ক অজিত মাইতি জানান, “অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পুজো শুধু উৎসব নয়, এটি সমাজে নারী শক্তির সম্মান প্রদর্শনের এক অসাধারণ উদাহরণ।”

স্থানীয় বাসিন্দারাও পুজোর থিম ও শৈল্পিক মণ্ডপসজ্জা দেখে মুগ্ধ। অনেকের মতে, অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পুজো আজ মেদিনীপুর শহরের অন্যতম আকর্ষণ।