মদ্যপ অবস্থায় বাড়িতে গিয়ে তান্ডব ছেলের! প্রতিবাদ করায় বেধড়ক 'মারধর', বাদ গেল না বাবা-মা

এমন সন্তান কেউ চায় না।

author-image
Anusmita Bhattacharya
New Update
beatson

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মদ্যপ ছেলের হাতে আক্রান্ত বৃদ্ধ বাবা-মা ও পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের সতীশচন্দ্র বুথের হরিজনপল্লী এলাকায়। ঘটনায় জখম হয়েছেন বৃদ্ধ মা-বাবা ও পরিবারের সদস্যরা। আহতদের সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ছেলের শাস্তির আবেদন জানিয়েছেন বাবা-মা।

FATHERBEAT

জানা গিয়েছে, সুশান্ত ঘোড়াইয়ের ছেলে বিষ্ণুপদ ঘোড়াই পেশায় একজন দিনমজুর। অভিযোগ প্রতিদিন মত্ত অবস্থায় বাড়ি ফেরে সে। গতকাল রবিবার মদ খেয়ে বাড়ি ফেরে বিষ্ণুপদ। তারপর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তারই প্রতিবাদ করেছিলেন বাবা-মা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিষ্ণুপদ। তারপরেই বৃদ্ধ বাবার উপর চড়াও হয়।