রাস্তার সংস্কার ও সম্প্রসারণ, যানবাহন চলাচলে বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ জেলাশাসকের

রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজের জন্য আগামী ২০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কেরানিচোটি থেকে পুরাতন এল আই সি মোড় পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ ও বিকল্প রাস্তা নির্দেশিত হয়েছে।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
vcxccx20.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছেন। এক্পসশ্চিম মেদিনীপুরে রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজের জন্য আগামী ২০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কেরানিচোটি থেকে পুরাতন এল আই সি মোড় পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ ও বিকল্প রাস্তা নির্দেশিত হয়েছে। যেগুলি হল -

WhatsApp Image 2024-08-17 at 1.39.30 PM.jpeg

১) বাস, ট্রাক এবং অন্যান্য বড় যানবাহন কেরানিচোটি থেকে মেদিনীপুর টাউনের দিকে আসার ক্ষেত্রে কুইকোটা কালী মন্দির থেকে হেলিপ্যাড রোড দিয়ে ডাইভার্ট করা হবে।

২) ছোট গাড়ি যেমন অটো, ই-রিক্সা, দুচাকার গাড়িগুলি গীর্জার মোড় পর্যন্ত আসতে পারবে। গীর্জার মোড়- এর ভি এস এন স্কুলের কাছ থেকে গাড়িগুলিকে ডান দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

WhatsApp Image 2024-08-17 at 1.39.29 PM.jpeg

৩) এই যাননিয়ন্ত্রণ আগামী ২০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।