ট্রেনের বাথরুমে হঠাৎ দেখা দিল কালো বিশাল সাপ! আতঙ্কে ছুটে পালাল যাত্রীরা! দেখুন ভিডিও

ট্রেনের বাথরুমে বিশাল কালো সাপ দেখে আতঙ্কে যাত্রীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
06206e07-a848-4da7-bc50-97b29cd319ac

নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়া থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়াল, যখন শালবনীর জঙ্গল পেরোনোর ঠিক পরেই ট্রেনের বাথরুমে ধরা পড়ল একটি বড় সাপের লেজ। বাথরুম পরিষ্কার করতে গিয়ে হঠাৎই এই দৃশ্য দেখেন ট্রেনের সাফাইকর্মীরা। টিনের কভারের ভেতর থেকে বেরিয়ে ছিল কুচকুচে কালো রঙের এক বিশাল সাপের লেজ। এক মুহূর্ত দেরি না করে প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসেন সাফাইকর্মীরা। পরে সাহস করে তারা মোবাইলে ভিডিও করে বিষয়টি রেকর্ড করেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন তাঁদের সুপারভাইজারকে।

রেল কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মেদিনীপুর স্টেশনে ট্রেনটি দাঁড় করায়। সেখানে পৌঁছেই মেদিনীপুর রেঞ্জ থেকে ডেকে আনা হয় সর্পবিশেষজ্ঞ সুরজিত মাইতিকে। তাঁর সঙ্গে ছিলেন আরপিএফ অফিসার দীপক ঘোষ ও অন্যান্য সদস্যরা। যাত্রীরা আতঙ্কে ওই বগি থেকে নেমে পড়েন এবং নিরাপদ দূরত্বে অপেক্ষা করতে থাকেন।

medinipur station

টানা ৩৪ মিনিট ধরে ট্রেনের বাথরুম ও আশপাশের পাইপলাইন, টিনের কভার সহ সমস্ত জায়গা খুঁটিয়ে তল্লাশি চালানো হয়। যদিও কোথাও সাপের চিহ্ন মেলেনি। পরে সুরজিত মাইতি মোবাইল ভিডিও দেখে জানান, এটি দাঁড়াস বা ঢ্যামনা জাতীয় সাপ — যা বিষাক্ত নয় এবং সাধারণত মানুষের ক্ষতি করে না। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওই বাথরুমটি সিল করে দেওয়া হয় এবং ট্রেন আবার যাত্রা শুরু করে।

এই ঘটনা ঘিরে মেদিনীপুর স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যদিও শেষমেশ কারও কোনও ক্ষতি না হওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।