/anm-bengali/media/media_files/2025/11/15/whatsapp-image-2025-11-15-at-203604-2025-11-15-20-51-08.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়া বন বিভাগে খুশির জোয়ার দেখা মিলেছে ভাল্লুকের পরিবারে। বছর তিনেক আগে ভাল্লুকের এক ঝলক দেখা মিলেছিল বনবিভাগের ট্র্যাপ ক্যামেরায়। এবার তাতেই পড়ল সিলমোহর। পুরুলিয়া বন বিভাগের সঙ্গে হিল সংস্থার যৌথ প্রকল্পে বন্যপ্রাণ উপস্থিতি নিয়ে যে কাজ চলছে তার ক্যামেরাতেই কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে শ্লথ ভাল্লুকের ভিডিও এসেছে বনদফতরের হাতে।
এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগ ডিএফও অঞ্জন গুহ বলেন, “কোটশিলা ও ঝালদা বনাঞ্চলে আমরা অনুমান করছি পূর্ণবয়স্ক চারটি শ্লথ ভাল্লুক রয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসার কথা রয়েছে। তাদেরকে নিয়ে খুব শীঘ্রই আমরা ভাল্লুক গণনা শুরু করব”।
/anm-bengali/media/post_attachments/41d8cc61-52f.png)
এ বিষয়ে হিল সংস্থার এক সদস্য বলেন, পুরুলিয়ার বনাঞ্চল খুবই সমৃদ্ধ। তাই বারে, বারে বিভিন্ন বন্যপ্রাণের ছবি তাদের ক্যামেরায় ধরা পড়ছে। সম্প্রতি পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চল ও তার আশপাশের এলাকায় ভাল্লুকের ছবি ধরা পড়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us