/anm-bengali/media/media_files/2025/11/08/sir-2025-11-08-21-46-48.jpg)
নিজস্ব সংবাদদাতা: মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা এখন পুরোপুরি জনশূন্য। এক সময় যেখানে শতাধিক পরিবারের বসবাস ছিল, আজ সেখানে নেই কোনও মানুষের চিহ্ন। ফাঁকা বাড়ি, বন্ধ দরজা আর নীরবতার মধ্যে দাঁড়িয়ে রয়েছে গোটা গ্রাম।
স্থানীয় সূত্রের দাবি, এই এলাকায় আগে একশোরও বেশি পরিবার থাকত। এখানকার বাসিন্দাদের বেশিরভাগই কাগজ কুড়ানো, জঞ্জাল পরিষ্কার এবং নানা ধরনের দিনমজুরির কাজ করে সংসার চালাতেন। কিন্তু এখন হঠাৎ করেই সব পরিবার কোথায় যেন উধাও হয়ে গিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/31/sir-2025-07-31-20-49-11.jpg)
কেন এই এলাকা একেবারে ফাঁকা হয়ে গেল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন কাজের খোঁজে অন্যত্র চলে গিয়েছেন বাসিন্দারা, আবার কেউ বলছেন অন্য কোনও বড় কারণ রয়েছে। তবে যাই হোক, মাঠপাড়ার এই জনশূন্য চিত্র এখন স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল তৈরি করেছে। প্রশাসনের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us