/anm-bengali/media/media_files/2025/11/17/screenshot-2025-11-17-18-am-2025-11-17-10-58-13.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে তার আগে বাংলায় চলেছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR-এর কাজ। ইতিমধ্যেই BLO বা ব্লক লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দিয়ে এসেছে। এবার ভোটারদের সেই ফর্ম ফিলাপ করে তাদের জমা দিতে হবে ভোটারদের। ব্লক লেভেল অফিসাররাই বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো সংগ্রহ করবেন।
/anm-bengali/media/post_attachments/160a7b34-1f9.png)
এবার বালুরঘাট শহরে বাড়িতে বাড়িতে গিয়ে SIR এর ফ্রম এর খোঁজ খবর নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। তিনি সাধারণ মানুষকে ফর্ম ফিলাপে সহায়তা করেছেন সঙ্গে তাদের এই বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। প্রসঙ্গত তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে তিনি বালুরঘাট এলাকারই সাংসদ। ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে মানুষের মনে যখন নানা সংশয় কাজ করছে তখন সাংসদকে কাছে পেয়ে খুশি বালুরঘাট এলাকার সাধারণ মানুষজন।
/anm-bengali/media/post_attachments/c4d0197d-6c9.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us