/anm-bengali/media/media_files/2025/11/28/whatsapp-2025-11-28-15-52-37.jpeg)
নিজস্ব সংবাদদাতা: টার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর কাজে অভিনব দৃশ্য Kharagpur শহরে। ভোটারদের খোঁজে এবার পোস্টার লাগালেন BLO-রা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ৩৩ নম্বর ওয়ার্ডে। SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন BLO কর্মীরা। কিন্তু কাজ যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে সমস্যা। একাধিক ভোটারকে কোনওভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া, অলিগলি, গলি-ঘুপচি ঘুরেও বেশ কয়েকজন ভোটারের কোনও সন্ধান মেলেনি। কারও বাড়িতে তালা ঝুলছে, কেউ বহুদিন বাইরে, আবার অনেক ক্ষেত্রে ঠিকানাই মিলছে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে SIR ফর্ম জমা দেওয়া নিয়ে পড়েছেন বিপাকে BLO-রা। শেষ পর্যন্ত বাধ্য হয়েই নিখোঁজ ভোটারদের নাম, ঠিকানা-সহ পোস্টার ছাপিয়ে এলাকার বিভিন্ন দেয়াল ও মোড়ে টাঙানো হয়।
পোস্টারে স্পষ্ট করে লেখা হয়েছে, এই নামগুলি যারা চেনেন, অথবা যাঁদের কাছে ওই ভোটারদের ফোন নম্বর রয়েছে, তাঁরা যেন দ্রুত BLO-দের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় BLO-দের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সব ভোটারের তথ্য আপডেট করতেই এই অভিনব উদ্যোগ। ভোটাধিকার যেন কারও হাতছাড়া না হয়, সেই চেষ্টা থেকেই এই পদক্ষেপ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/25/sir-voter-list-2025-11-25-11-59-48.png)
এই পোস্টার ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই অবাক হচ্ছেন, কেউ কেউ আবার মজা করে একে ‘নিখোঁজ ভোটার অভিযান’ বলতেও ছাড়ছেন না। তবে বিষয়টি যে নিছক মজার নয়, তা মানছেন সকলেই। কারণ SIR প্রক্রিয়ায় নাম বাদ পড়লে ভবিষ্যতে ভোট দেওয়া নিয়েই তৈরি হতে পারে বড় জটিলতা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, SIR সংক্রান্ত কাজ দ্রুত শেষ করাই এখন প্রধান লক্ষ্য। যে সব ভোটারের হদিস মিলছে না, তাঁদের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার, পোস্টারের সূত্র ধরে আদৌ কতজন ‘নিখোঁজ’ ভোটারের খোঁজ মেলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us