২০০২ সালের পর তৈরী হয় এলাকা, বেশিরভাগই বাংলাদেশী, SIR আতঙ্কে তারা

কোন এলাকায় রয়েছে তারা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-03 at 6.51.10 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: নাম হঠাৎপল্লী। মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে। কারন ২০০২ সালের পর হঠাৎ গড়ে ওঠে এই এলাকা। এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশী। তাই SIR নিয়ে চিন্তিত এই এলাকার প্রায় ১৫০-২০০ জন ভোটার। কারণ ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারোরই। তবে তারা চান এখানেই থাকতে। তাই সরকারের কাছে তাদের আবেদন যেন তাদের দেওয়া হয় নাগরিকত্ব। এই এলাকার অধিকাংশ বাসিন্দা ১৯৯৫ সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করেন পশ্চিমবঙ্গে। এরপরই মেদিনীপুর শহরের ১ নং ওয়ার্ডের এই হঠাৎপল্লীতে জায়গা কিনে তৈরী করে ফেলেন বাড়ি। বর্তমানে সকলেই তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই হঠাৎপল্লীতে। যদিও ২০০২ সালের পরে একে একে সকলের হয়েছে ভোটার কার্ড। নামও উঠেছে ভোটার তালিকায়। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন তারা। সরকার যা সিদ্ধান্ত নেবে, তা তারা মেনে নিতে বাধ্য বলেই জানিয়েছেন তারা।

ওয়ার্ড কাউন্সিলর তাদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত না হওয়ার জন্য।

Screenshot 2025-11-03 133847