/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে সঙ্কটজনক আবহ তৈরি হয়েছে—নামে থাকা-না থাকার বিষয়ে উদ্বেগকে কেন্দ্র করে আগরপাড়া ও উত্তরবঙ্গের দিনহাটায় দুইটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহল ঘটনার ব্যাপারে সরব।
স্থানীয় সূত্রে জানা যায়, আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে এবং মাঠে প্রতিকার চেয়ে সরব হন। রবিবার তিনি "Justice for Pradip Kor" শীর্ষক দাবিও তোলেন এবং SIR-এর শুরু থেকে রাস্তায় থাকা সতর্কবার্তা জানান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/4yFupb5wBWN7vJ1rWeFN.jpg)
এদিকে দিনহাটা (কোচবিহার) থেকেও একই মাত্রার একটি ঘটনা ঘটেছে—এক ব্যক্তি নামের বানান-অমিলের কারণে গুরুতর মানসিক কষ্টে গতকাল বিষ সেবনের চেষ্টা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা তাঁর অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা করছেন। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকায় নামের বানান মিল না থাকার জেরেই ওই ব্যক্তি ভীত হয়ে পড়েন। হাসপাতালের বিছানায় থাকা ওই ব্যক্তি সাংবাদিকদের বলেন, “নাম ভুল এসেছে, আমি ভয়ে আছি — ভেবে বসেছি আর কিছুর লাভ নেই”।
এই ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করেছেন রাজ্যবাসী ও প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ভার্চুয়ালি বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধনের সময় দিনহাটার ঘটনার কথা জানতে পেরে স্থানীয় বিধায়ক উদয়ন গুহকে ওই পরিবারের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার এবং প্রয়োজনীয় সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনিকভাবে পরিস্থিতি মনিটর করার নির্দেশ দিয়েছেন।
নির্বাচন কমিটির পক্ষ থেকে এখনও এই দুই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা বা মন্তব্য প্রকাশ করা হয়নি; কিন্তু স্থানীয় নির্বাচন অফিসার ও বিএলওদের পর্যাপ্তভাবে মোতায়েন করে তালিকা যাচাই-প্রক্রিয়া স্বচ্ছভাবে চালাতে পরিচালনার আশ্বাস দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us