এসআইআর, খতিয়ে দেখলেন ডঃ হুমায়ুন কবীর

ডঃ হুমায়ুন কবীর এসআইআরের ফর্ম পেয়েছে কিনা খতিয়ে দেখলেন।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-22 11.05.21 AM

নিজস্ব প্রতিনিধি: চায়ের ঠেকে, দোকানে দোকানে গিয়ে এসআইআরের ফর্ম পেয়েছে কিনা খতিয়ে দেখলেন বিধায়ক। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের লোয়াদা এবং ষাঁড়পুর এলাকায় গতকাল সন্ধ্যায় দলীয় কর্মীদের নিয়ে হাজির হোন প্রাক্তন আইপিএস তথা ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এদিন সঙ্গে ছিলেন জেলা নেতা বিবেকানন্দ মুখার্জী সহ অনান্যরা। এদিন চায়ের দোকানে, মুড়ি দোকানে গিয়ে দোকানদার এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং খোঁজ নেন তারা এসআইআরের ফর্ম পেয়েছেন কিনা। বিএলও বা দলের বিএলএ টু বাড়িতে এসে সহযোগিতা করছেন কিনা। যদি কোনো সমস্যা হয় তিনি ফোন নাম্বারও দেন এলাকাবাসীদের।