এলাকার মানুষ হতভম্ব! বাংলাদেশ থেকে এসে প্রতিবেশীকেই বাবা দেখিয়ে পরিচয়পত্র তৈরি

গোসাবায় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি প্রতিবেশীর নাম ‘বাবা’ হিসেবে ব্যবহার করে পরিচয়পত্র তৈরি করেছেন। পরে জানা যায় তিনি নাকি বাংলাদেশি নাগরিক।

author-image
Tamalika Chakraborty
New Update
sir voter list

নিজস্ব সংবাদদাতা:  রাজ্যের বিভিন্ন জায়গায় পরিচয়পত্র নিয়ে বিতর্কের আবহের মধ্যেই নতুন চাঞ্চল্য দেখা দিল দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায়। অভিযোগ উঠেছে, এক ব্যক্তি নিজের প্রকৃত বাবার বদলে প্রতিবেশীর নাম ব্যবহার করে পরিচয়পত্র তৈরি করেছেন। প্রথমে বিষয়টি সাধারণ গরমিল মনে হলেও তদন্তে জানা যায়, ওই ব্যক্তি নাকি বাংলাদেশি নাগরিক! এরপরই এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম জিয়ারুল মোল্লা। তাঁর স্ত্রী জানিয়েছেন, প্রায় পনেরো থেকে কুড়ি বছর আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন জিয়ারুল। গোসাবা এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং বিভিন্ন পরিচয়পত্র তৈরি করেন। অভিযোগ, সেখানেই তিনি পরিচয় গোপন করতে নিজের প্রতিবেশীর নাম ‘বাবা’ হিসেবে ব্যবহার করেছেন।

ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় সন্দেহ, এলাকার মানুষ সরব হয়ে ওঠেন। ধীরে ধীরে যখন জানা যায় তিনি বাংলাদেশি হতে পারেন, তখন থেকেই জিয়ারুল এলাকা ছেড়ে পালিয়ে যান। বাড়ির দরজা তালা বন্ধ, কোথায় গেছেন তাঁর কোনো হদিস মিলছে না।

1974062-sir

এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। বিজেপির অভিযোগ, শাসক দলের আশ্রয়েই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পরিচয়পত্র জালিয়াতরা বছরের পর বছর ধরে নিরাপদে থাকতে পারছে।

পাল্টা তৃণমূলের বক্তব্য, বিজেপি নির্বাচনকে সামনে রেখে ভুয়ো প্রচার ছড়াচ্ছে। কারও পরিচয় যাচাই করা বা সে বৈধভাবে আছে কি না, তা প্রশাসনই দেখবে। ভোটের রাজনীতির জন্য এ ধরনের অভিযোগ ছড়ানো জনমানসে বিভ্রান্তি তৈরি করছে বলেই দাবি তৃণমূলের।

এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। প্রশাসনও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। জিয়ারুল কোথায় পালালেন এবং তাঁর পরিচয়পত্র তৈরির নেপথ্যে কারা ছিল— তা নিয়েও প্রশ্ন ওঠা শুরু করেছে।