ন্যায়বিচার হয়নি, আদালতও ন্যায় করেনি ! রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

কি প্রশ্ন তুললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
c

নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে ফের একবার বিতর্ক উসকে দিলেন পশ্চিমবঙ্গের গ্রন্থাগার ও গণশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি সরাসরি দাবি করেছেন যে, বাবরি মসজিদ জোর করে ভেঙে মন্দির তৈরি করা হয়েছে এবং এই বিষয়ে আদালত ন্যায়বিচার করেনি। তাঁর মতে, এটি একটি রাজনৈতিক ইস্যু, ধর্মীয় নয়।

ram mandir edit.jpg

তিনি বলেন,''মসজিদ জোর করে ভেঙে দেওয়া হয়েছিল এবং সেখানে মন্দির তৈরি করা হয়েছে। আমরা এর সঙ্গে একমত নই। ২৩ বছর আগে আমরা বাবরি মসজিদের বিষয়টি হারিয়েছি, আর সেখানে একটি মন্দির তৈরি হয়েছে। আমরা বলি, ন্যায়বিচার হয়নি। আদালত ন্যায়বিচার দেয়নি।"