New Update
/anm-bengali/media/media_files/2025/10/30/whatsapp-image-2025-10-30-2025-10-30-15-48-04.jpeg)
নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: পর্যটকে ভরা পাহাড়ি শহর দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মহিলাদের মিনিস্কার্ট বা অন্যান্য ছোট পোশাক পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল মন্দির কমিটি। মন্দির প্রাঙ্গণে একটি পোস্টার টাঙিয়ে জানানো হয়েছে — ছোট পোশাক পরে আর প্রবেশ নয়। ভক্ত ও পর্যটকদের শালীন পোশাক পরেই মন্দির দর্শনে আসার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিদিন হাজার হাজার পর্যটক এই ঐতিহাসিক মন্দিরে দর্শনে আসেন। সেই ভিড়ের কথা মাথায় রেখেই নতুন পোশাকবিধি চালু করা হয়েছে বলে জানা গেছে।
তবে এক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থাও রেখেছে। যারা ছোট পোশাক পরে আসেন, তাদের মন্দিরের কাছেই দীর্ঘ ঘাগরা পরিধানের সুবিধা প্রদান করা হচ্ছে — সেই পোশাক পরলে তবেই প্রবেশ করা যাবে মন্দির প্রাঙ্গণে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া পাহাড় জুড়ে।
/anm-bengali/media/post_attachments/blog/wp-content/uploads/2022/10/Mahakal-Temple-Complex-darjeeling-733249.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us