/anm-bengali/media/media_files/RVcfPxkmsGBRWnDP6mcP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বদলাপুরের একটি স্কুলে এক ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে বলেন, "শুধু বদলাপুরেই নয়, দেশের কোথাও এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। আমরা শক্তি বিল পাস করতে যাচ্ছিলাম কিন্তু আমাদের সরকার পড়ে গেল। যাঁরা আমাদের সরকারকে ফেলে দিয়ে এখন ক্ষমতায় আছেন, তাঁদের দায়িত্ব শক্তি বিল পাশ করিয়ে কঠোরতম ব্যবস্থা নেওয়া। আমি জানতে পেরেছি যে স্কুলটিতে এই ঘটনাটি ঘটেছে সেটি বিজেপির লোকজনের। কিন্তু আমি এই বিষয়ে রাজনীতি করতে চাই না, তাই দোষী যেই হোক না কেন, বিজেপি কর্মী হোক বা অন্য কেউ, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।"
Maharashtra | On alleged sexual assault with a girl child at a school in Badlapur, Shiv Sena (UBT) leader Uddhav Thackeray says, "Not only in Badlapur, such incidents should not happen anywhere in the country...We were going to pass the Shakti Bill but our govt was toppled. It is… pic.twitter.com/thqdR3cUBO
— ANI (@ANI) August 20, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us