New Update
/anm-bengali/media/media_files/2025/07/23/whatsapp-image-2025-07-23-2025-07-23-15-03-05.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: একাধিক দাবিতে এসএফআই- এর ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা। কলেজের গেটের বাইরে মাইকিং-স্লোগান। এসএফআই- এর পাল্টা কলেজের ভিতরে ঝান্ডা পতাকা হাতে তেড়ে আসতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের। এসএফআই- এর ঘাটাল কলেজ অভিযানকে ঘিরে কলেজের গেটের বাইরে ভিতরে এসএফআই-তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তপ্ত ঘাটাল কলেজ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ঘাটাল কলেজে প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে ছাত্রদের বিক্ষোভ হয়। সেই ঘটনার পরদিন বিক্ষোভ মেটাতে ঘাটাল শহরের একটি গেস্ট হাউসে তৃণমুলের জেলা সভাপতির বৈঠক হয় আর সেই বৈঠকে কলেজের প্রিন্সিপালের উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়। আজ অতিরিক্ত ফিজ বৃদ্ধি, নিয়মিত ক্লাস না হওয়াসহ ভর্তিতে একাধিক অনিয়ম তুলে এসএফআই- এর ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-150535-2025-07-23-15-06-53.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us