SFI-এর ধর্মঘট ঘিরে তুলকালাম!

ক্যাম্পাসেই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে SFI ও TMCP।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর-কাণ্ডের প্রতিবাদে আজ, সোমবার বামপন্থী ছাত্রসংগঠন SFI-এর ধর্মঘটের শুরুতেই অশান্তির ছবি ধরা পড়ল। তুলকালাম কাণ্ড বেঁধে গেল মেদিনীপুর কলেজে। ধর্মঘটের সমর্থনে SFI গেট আটকালে, অভিযোগ, তাদেরকে জোর করে তুলে দেয় TMCP। ক্যাম্পাসেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে SFI ও TMCP। বামপন্থী ছাত্রসংগঠনের সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। 

sfi protest kerala .jpg